১.
বৃষ্টির পরও খরা না কাটলে
মরুভূমি স্পষ্ট ইঙ্গিত দেয়...

২.
কারো চাহিদার উপর দায়বদ্ধ হলে
নিজেকে হারিয়ে ফেলার ঝুঁকি বাড়ে...

৩.
তুমি পাওরুটি-সকাল চাইলে
আমি জেলির পরিবর্তে লাগায় বেগুন ভর্তা

মাশকালাই-এ ফিরে যেতে পারিনা বলে ।