মুখ কালো করে বসে থাকা প্রেমিকার
কাজলহীন চোখে পড়ে ছিল মরা মাছি
অচ্ছুত প্রেমিককে বার্তা পাঠাবে কে ?
রজনীগন্ধ্যা-স্টিকের বয়স তখন বারো বছর,
পৃথিবী কি খুব বেশি বদলে গিয়েছিল ?
কেবল বদল হয়নি ভাটাবাড়ির বাতাঘর !
যখন চিঁপার মধ্যে বসে থাকা লোভি শকুনও
গরম ইটের আঁচে ভাজতে বসেছে মটর শুটি
আর বিভোর প্রেমিক তখন বেরিয়ে পড়ল
মধ্য গগনে এক চিলতে ছায়া খুঁজতে...