বেগুন গাছে লগি বাঁধা । বৃক্ষ অপমান !
দুই পয়সার আলতায় গরল সোনা আমার,
কী সুন্দর টকটকে লাল !

চুরি কিংবা ডাকাতি নয়, শুধু সিল মারা
লেজ কাটা তিনটা কালো কুত্তা দিয়েছিলাম
                                        পোষা
বগলের নিচ দিয়ে কোথায় পালিয়ে যাবা ?

সামনে আর ভোট নাই, বসে বসে তামুক খাবা...