১.
ফুটফুটে জ্যোৎস্নার ভাষা বুঝিনা
তবে বলতে পারি, কী সুন্দর চাঁদের আলো !
২.
ফাগুন এলেই আগুনের মাঝে ফোটে রক্ত-গোলাপ
ছালাম, রফিক, বরকতকে নিয়ে চলে প্রেম, অর্চনা, সংলাপ...
৩.
মাতৃভাষা ও পিতৃভাষা আলাদা নয়
বাবাকে কম পায় বলে মা কথা শেখায়
৪.
অ আ ক খ এর পাঠ শেষ করার পরও
নিজেকে পড়তে না পারা নিরক্ষরতা