১.
কিছু বলতে চাই
তোমার মুখের পানে চেয়ে
আমার যাদুর কাঠি, লাগ ভেলকি লাগ
তুমি বললেই নাফ নদীর পাড়ে
করতে পারি সাত হাজার টন গু-এর চাষ
কারন তুমি আছো হৃদয়ে আমার
২.
৫২, ৬৯, ৭১, ৯০ আসলে কিছু না
সংখ্যা হলো বাড়তি বোঝা, বেঈমান ৭৫
মানুষ ও ক্যামেরায় নাকের পানি, সুড়ুৎ সুড়ুৎ
আকাশ ভেঙ্গে বৃষ্টি নামলেই বন্যা আসন্ন
নদীতে কেউ নেই
তখন তুমি আছো হৃদয়ে আমার