গাড়ী চলছে, দীর্ঘ পথ...
কিছু নাট, বল্টু, হাতুড়ি, রেঞ্চের সাথে
কিছু ধৈর্য্য - জমা রাখা ভাল
এক দিন ইঞ্জিন বিগড়াবেই
কিছু ব্রিজ, কালভার্ট, মোড়ের পরে বাঁক
হুইসেল দিতে মনে নেই
হঠাৎ কপালে ভাঁজ, তারপর কিছু ঘাম
যাত্রীকেও বুঝতে হয়
মৃত্যুর চেয়ে খুঁড়িয়ে চলা অনেক কষ্টের...