অাগুন হাওয়ায় কিছু মায়াবতী সুখ কিনবো বলে
সন্ধ্যাকে বললাম এখনি তৈরী হতে, কারন
দিনগুলো হঠাৎ ৬০০ টাকা মণ অামের মতো
লেজে-গােবরে অবস্থা...
তুমি তো অার দেবেনা টাংকিমারা সময়
তাই কানাকড়ি দিয়ে প্রতিদিন অাঙুলগোনা প্রেম
হেঁসেল ঘর পেরিয়ে ছুঁতে পারেনা অাকাশ
ভাবছি এবার সত্যিই বেরিয়ে পড়ব
উড়াল সেতু পেরিয়ে যতদূর চোখ যায়...
সবুজের মাঝে এত লাল যখন তোমারও ভাল্লাগেনা
তখন অামারও চাই অারো সাদা জমিন
দু'পায়ের চিঁপা থেকে বাংলাদেশকে বের করে অানতে...