গ্রাম থেকে শহরে আসার পর নদীর দূরত্ব বাড়লো,
জানালার পাশে রজনীগন্ধ্যা ছিল, ফুলের দোকানে গিয়ে
সু-গন্ধ হারালো
কাক-জ্যোৎস্না রাতে ধবল মেঘে বিশ্বাস ছিল
ইলেক্ট্রিক আলোর কাছে গিয়ে চাঁদ হারালো
এভাবে ২২ বছরে বিদীর্ণ আকাশ । দুরত্ব বাড়ছে...
যদিও এখন আর কিছু হারাবার নেই, কোন দূরত্ব নেই
তবে অপেক্ষা আছে একটুখানি শীতল মাটির স্পর্শ
এক বর্ষা বুকে দাঁড়িয়ে থাকা, পথহারা...