ভালো হওয়া//

প্রায়'ই অমার ভালো হয়ে যেতে ইচ্ছে করে
কিন্তু কোথায় কোথায় খারাপ ছিলাম, সেটা যখন
মনে করতে পারিনা, তখন
তোমার উপর খুব রাগ হয় আমার

অথচ সহসা আমি নির্বোধও হতে পারিনা !

চিড়ে কথা//

জন্মের সময় যে মা তার সন্তানের মুখে
একটা পিতলের চামচও লাগায়নি
তার ডাঙ্গায় বাঘ ও জলে কুমিরের তাড়া থাকে...

চিড়ে-কথার চেয়ে অস্ত্র চালনা বেশি শিখতে হয় তাকে ।