ঘুম ভেঙ্গে দেখি আস্ত একটা জীবন
মাটির সঙ্গে যুদ্ধ করে দাঁড়িয়ে আছে ।
মাটি কি হাতে গড়া পুতুল
কারিগর কে ?
পাখির নিঃশ্বাসে বাড়ে ধুকপুক...
খাঁচা ভেঙ্গে উড়াল দেবার আনন্দ নেই,
সারারাত জেগে জেগে চারাগাছ ভাবনা
ফল কেন দেখতে পাবো না ?
মাটির কাছে মাটিই যখন আসামী
একটা হলুদ খাম ধরিয়ে দিয়ে কেউ বলছে -
এই নে তোর পরোয়ানা
অথচ ওপারটা এখনো ঠিক চিনে উঠতে পারি না ।