তিন পঙক্তি//
দুটো হাড়ের
একটা কামরূপ কামাখ্যার
অন্যটার তদন্ত চলছে...
বোনাস কবিতা//
কয়েকদিন ধরে একটা কুকুর, বেওয়ারিশ
ঘেউ-ঘেউ, ঘেউ-ঘেউ করতেই আছে..,
কেউ কি ওকে ঘি-এ ভাজা পরোটা খাইয়েছে ?
চামড়া উঠে সারা শরীরে থক থকে ঘা
মুগুর যে একটা দেবো, জায়গা কোথা
অথচ পথ-ঘাট নোংরা করে যাচ্ছে তা