কিছু কথা জমা হবে, কিছু চিৎকার ও হাহাকার
ক্ষুধা এবং জলে ভাসা নৌকা...
আগুনের লেলিহান শিখা নিভে যাবার পর
ধোঁয়া । পিছনে পড়ে থাক হাজার বছরের ইতিহাস
মিডিয়া আছে, কিছু কাদা ছুড়ে দাও-
ওরা মুসলমান কেন ? বিপন্ন তো হবেই
মানবতা কি বক-ধার্মিক ?
খই এবং মুড়ি ভাজতে কত তাপমাত্রায়
বালি গরম করতে হয়
আগে ভাবতে দাও ।