মসলা বেটে সুগন্ধ ছড়ায় বাতাবি লেবু ।
এখন তো আর চিঁপা দেওয়ার কেউ নেই
তবু তিতা এবং এসিড-এ বড় ভয় !
তাই দশম বছরে এসে সে আরো রসবতি
চারিদিকে শাখা-প্রশাখা, ঝাকড়া ঝাকড়া...
এরি মাঝে ভাঙ্গা বাড়ি এবং পতিত জমির সুড়ঙ্গ ধরে
এগিয়ে যায় জেমস বন্ড,
ভেতরে তখন হিমছড়ি নীরব
পিপীলিকার বাড়তি পাখায় চলে স্বপ্নচাষ, লাভে লাভ...
এভাবেই প্রথম পর্বের দৃশ্য ধারণ শেষ হয়
জানিয়ে দেওয়া হয় দ্বিতীয় পর্বের প্রেক্ষাপট -
চার তলা, ছাদের উপর ।