আলো ও ছায়া ধরে হাঁটতে হাঁটতে
হঠাৎ লাইটের পিছনে জমে অন্ধকার
যেখানে সাঁতার-কাটা গোবরে পোকা - বিফল
অথচ শরীরের ক্রেজ, বুকের গঠন, জিরো ফিগার
সব ঠিক আছে, তবু ভালো লাগেনা
দিন শেষে প্রতিদিন হাড়িভাঙ্গা বিকেল

শরীর কি শুধুই মহারাজের উপঢৌকন
যে তাকে খুলে দেখানো যাবেনা, চাঁদ-তারা-বন ?
পাখির নীড়ের মতো চোখ তুলে সুরঞ্জনা ভাবে
সাওয়ারে স্নান শেষে আপলোড করব কিছু অভিমান

ছবিই তো
কবিতার মতো পড়ে নিক বুকের মাপ
সামাজিক যোগাযোগ মাধ্যমে কি হারিকেন-ঝড় ?
পরিচালক, প্রযোজক এসে গেছে
চলছে সাক্ষাৎকার, বুকিং, দেন-দরবার...

হিট থেকে সুপার হিট


একটি বোনাস কবিতা//

যামিনী, তোর শরীর থেকে কেউ খুলে নেয়নি শেষ সুতো
তবু রাস্তার পাগলিটাকে একবার তুই দেখে নিস