সোনামণিঃ
তুমি ছবি আঁকাতে চাও ? আঁকাও
তবে হাতটা আরেকটু পাকিয়ে নাও
নইলে
ব্যাঙের ছাতায় শুরু হবে তৈলনাচ
তারপর
গালের আঁচিল আর পাকা মোঁচে
রাম-তারা-লাল । কুপোকাত !
জনতার মঞ্চ দেখতে আর ভাল্লাগেনা ।
চোখ গেলঃ
দামড়া গরুর লেজে শাহবাগী আয়না
শিংওয়ালা ভেঁড়ায় নির্দেশ দিচ্ছে-
বাঁশি বাজা...
কার না ভাল লাগে সবুজ অরন্য লোভ !
জেনে রাখিস, টিয়ারসেলে কিছু হয়না
একটুখানি ছররা