টুকরো টুকরো কিছু কথার কুয়াশা
জোড়া লাগালেই কি তুমি মানবী ?
দুঃখবীনা মধ্যরাত । সুইজ অফ
হৃদয় হলো উড়াল মেঘের চাঁদ
বজ্জাত হারিকেনে হয় বার বার লন্ড ভন্ড...
তাইতো তোমাকে ক্যারিং করার ঘাম
বহন করে পাঁচ কোটি বানভাসি মুখ
চলুক রঙিন আলোয় জারজ নাচ...
তোমার হাসিটুকু বরং জমা থাক
নিস্কর্মা সৌদির কাছে, পাঁচ নম্বর বিবি হয়ে