চোখ বন্ধ করলেই দেখে নেওয়া যায়
গভীর জলের মাছ
মুখ ভর্তি দাড়ি নিয়ে চলে, নেশার ঘোর-
একবার
দু'বার
তিনবার
গহীন বনে চলে আসে উভচর

দেবীরা কি এত সহজে পৃথিবীতে আসে ?
তুমি আমার গমের ক্ষেতে ভোরের পাখি

গুরু বলো । মানুষ না । আদি রসে
নাক ডুবিয়ে খেতে পারি, আমিষি...