১.
তোমার ডুবো ঝর্ণায় এখন হাতির পা
আমার ক্ষুরধার তরণীতে দাদার বৈঠা
অনুকুল বাতাসে পাল তুলে দিয়ে
চলছি...
২.
কতটা শিলপাটা নিয়েছো মরিচবাঁটা ?
পাতলা খিচুড়িতে এসিআই মসলা
মাইকে দরাজ কণ্ঠ, গান, স্বাধীনতা...
খবরদার ! হাঁড়িরটা ধরবি না
উপরেরটা নিয়েছিস, তলারটা কুড়োবি না
৩.
মা, জীবন কি জলে ভাসা কলা গাছের ভেলা ?
দুপুর গড়ে বিকেল হলো, পেট যে আর মানে না ।