ঘুম ভাঙ্গলে বালিশ উল্টে শুয়ে পড়ো
তুমিও দেখবে এইচ ডি মুভি,
বাদামছিলা বিকেলের যত আম তলা...
পাখিগুলো কি সব বউ কথা কও ?
বার বার কেন নিয়ে যাও পুলিশ স্টেশনে ?
এত পিঁয়াজি কথা আর ভাল্লাগেনা
পাহাড় ডিঙ্গালেও যখন ভাঙ্গা যায় না জেলখানা,
আলুজলে ভিজে গেছে সব পুজোর ফুল
এবার অনুমানে স্বপ্নেপ্রাপ্ত কা কা থামাও ।