রথের উপর যে বসেছিল, রানীর সাজ
ছোট খুকি পূজোর ফুল, কী তার লাজ !
সপ্তাহ শেষে ফিরে এসেছে শ্বশুর বাড়ি ।
বর্ষা এলেই বৃষ্টি যখন লম্বা দৌড়
আষাঢ়-মেঘে শরীর ভিজে
ফুচকার জলে ঠোঁটের কোণ,
লটকন ছাড়া তোমার যখন এত অভিমান
স্পর্শে তখন আমিত্তির স্বাদ হায় ভগবান !
রথ শেষে মেলা এখন বছর খুড়া
কাঁশার ঘন্টি হাতে নিয়ে কেটে পড়া ।
আর বলোনা
রথের মেলা দাঁড়িয়ে থাকা বোমা মিজান
আষাঢ় এলেই ধামরাই বাজার টান টান ।