পাঁচ ওয়াক্ত নামাজের পর কিছু পুরানো নেশা
গীবত এর কারুকাজে চলে অকল্যাণ...
মোশাহেবীর মার্কেট ভ্যালু যখন সর্বত্র
আর তুমি তো নব্য মুসলিম, হাত পেতে
হয়ত এখনি চাইতে শুরু করবে ভিক্ষা...
তারপর মুঁচি, মেথর, ডোমও লজ্জা পেয়ে
কুকুরের লেজে বেঁধে দেবে ঘৃণা...
যদিও এত সহজে আমরা হাততালি দেবোনা, কারন
সবাই জেনে গেছে তুমি কোন ধর্মেরই যোগ্য না
মানুষকে ভালবাসা ছাড়া মরা গাছে ফুল ফোটেনা ।