পুজোর ছুটিতে বাড়ি গিয়েছো তুমি
দেবীর প্রসাদ থেকে তুলে আনা বার্তা
দাও, ঠাকুরের সোনার থালে...
আর আমি দাঁড়িয়ে থাকি
বৃষ্টি-ভেজা আকাশ-জুড়ে থৈ থৈ ইচ্ছে
জলের স্রোতে ভেসে যাওয়া শরীরের ঘাম
বলো, কি করে পাঠাই তোমার তাল-মিছরি বুকে ?
বাসের হাতলে বাড়ছে ঘর-মুখো জনস্রোত
না, আজ আর বাড়ি ফিরব না আমি
হুডখোলা রিক্সায় সারারাত ঘুরে ঘুরে
সবুজ ঘাসের দুধ নেবো রাজপথে
কেউ যেন বলোনা আশ্বিনের শরৎ-ঢলে
কেন ভিজছে এত রোহিঙ্গা এতিম শিশু
তাহলে আমার খুব মন খারাপ হয়ে যাবে