সূর্যমুখী প্রেম চাই, কুয়াশা নয়
রঙিন সোয়েটারে আজ আর উষ্ণতা নেই
ভোর হলেই যত কলস-ভাঙ্গা গাছ । ভাল্লাগেনা
এত রস দিয়ে কি হবে, শুনি ?
বিকেলটা তো চিতই পিঠায় সর্ষে-বাঁটা,
চাইলেই কি দিতে পারবে
মুড়ির সাথে খেঁজুর-খাজা ?
ভালোবাসা আজ বোতল-ভাঙ্গা
দূর আকাশে বাঁধা কেবল মিলন-মেলা
উড়াল সেতু পার হয়ে যাই, চোখদুটো কি পথশিশু ?
গ্লাস উঠিয়ে গরম বাতাস, ঠিকানাহীন...
রোদ উঠছে । কুয়াশা নাই । আঁধার তবু দূর হয় না...