১.
কথা বলার আগে
কিছু বিড়াল ছানা ডাকছে-
এখনি পাড়ি দিতে হবে নদী

ওপারে ভূতবাড়ি প্রেক্ষাপট
ব্যাগের ভেতর রাখা আছে সাদা পাঞ্জাবি

সকালটা কি সি সি ক্যামেরায় ধরা ?

২.
বিদ্যুৎহীন মলম সন্ধ্যা
৪৬ বছর পর জানা গেল চিকনগুনিয়া
                               মহামারি

এখন কেন বলছো গিঁটে গিঁটে ব্যাথা ?