১/
রাত দুপর, ঘুম ভেঙ্গেই শুনি বৃষ্টির শব্দ
কে চায় আর লেপের ভেতর গরম কাপড় ?
শীত গেছে বদ্ধ জানালা দিয়ে ঘুলঘুলির ভেতর
সকাল হতেই পৌষলক্ষ্মী ভিজে জবুথবু
কুয়াশা নয়, বৃষ্টির ছাঁট-এ এখন ঘরের কোণ;
খবরদার, আজ যেন কাঁজল পরোনা,
আমের মুকুল কি এসে গেছে কিংবা কাঁঠালের মোচা ?
সূর্য উঠলেই এবার চলো যাই দূরের বন
ধুলো, বালি, গাড়ী, হর্ণ আর কর্পোরেট এই জীবন ছেড়ে
২//
মেঘের পরে মেঘ ভেঙ্গে ছুটছে এক শীতের সকাল...
চোখ বন্ধ করলেই তোমাকে ছোঁয়ার মত
আরেকবার পাব কি খেঁজুর গুড়ের পিঠা, পায়েশ ?
শীত এলে এখনো স্বপ্ন দ্যাখে সোনার বাংলা...