ফাঁদ পাতা ঘুঘু জানেনা
পাঙ্গাশ মাছের তেলচর্বিতে কতটা বাড়ে বুকের ধড়ফড়ানি
আর জলপট্টি মাথায় গজিয়ে উঠে শেয়ালের লেজ...
তলাবিহীন ঝুড়িতে বাবা আমার রেখে গেছেন
তেত্রিশ কোটি দেবতার নামে সহজ বিনিয়োগ,
বাদ দাও যত সব দুই পয়সার আলতা-চুড়ির ঝুনঝুনি
তালপাকা বগলে এসো হে চড়ুইভাতি বিহার
বাবার জন্মদিনে বুকের ভেতর নৌকা চালাই...