মাটি খুঁড়লেই কি পাওয়া যাবে বাদাম তলা ?
গোড়া আছে, অর্ধেক কাটা কুড়ালের দাগ
আমার এক রোখা বাবার হিসেবি ফরমান
দুটো ল্যাংড়া আমের গাছও তখন ফলবতী,
তাতে কি ? মিটিয়ে দাও অংশিদারিত্ব
বুক তো আর কাটা পড়ছে না
আমার কোদালে কাটা কেঁচো বড়শিতে তখন
ট্যাংরা মাছের মতো তেলতেলে সব ইচ্ছে
বেলা পড়লেই মাথাভাঙ্গা ডাকে...
যে কিনা বসন্তের ঘ্রাণ নিতেও শিখে গেছে ।
নোট: কুষ্টিয়ার কিছু অঞ্চলের মানুষ জাম্বুরাকে বাদাম নামে চিনে ।