ছবি আঁকা শেষ হলে জেনে রাখিস
তুইও এক রাতের দিগম্বরী মডেল
৩৬৪ দিন উদাস দুপুরে চলবে চৈত্রের খরা...
যেটুকু ফুলের সুবাস, আজ মেখে নে
কিছু খালি পায়ের মা মা চিৎকার শুনে
দেখবি, কেরোসিন শোভাযাত্রায় অ আ ক খ
এবং ছালাম, রফিক, জব্বার, বরকতের কত মুখ !
এখনো কলস উপুড় করে নেওয়া তৃষ্ণা যাদের
স্বাধীনতা চিবিয়ে খেয়ে দু'চোখে রক্তনেশা...
ঝাঝরা বুকে আর কী দেখবি তুই, অধিকারহারা
লাল-সবুজে এখনো জমা হচ্ছে রক্তের দাগ...