১.
শেষ হয়ে যাচ্ছিল বলে
বেশি করে নেওয়া

স্বভাবটা এরকমই

তুমি দূরে দূরে থাকো
বেশি করে আর নেবনা

২.
গাছ ফাটলে ভেতরে ঢুকে পড়া সহজ হতো
শুধু তুমি যদি করাত নিয়ে বসে না থাকতে ।