কালের নদী পার হয়ে, দেখি ইতিহাসের মুখ
মূর্তির মতো চেয়ে আছে নির্বাক,
আমার দ্রাবিড় সময়ে
কিছু পোকায় খেয়ে ফেলছে মাথা...
আয়নায় চোখ রাখলেই কাঁচভাঙ্গা ঘুণ
গ্রাইন্ডিং স্টোনে ভারী বুক...
কেউ কি দিয়ে যাচ্ছে ছুঁ-মন্তর ডলা ?
অথচ আমার এত সিদ্ধ-পুরুষ হওয়ার ইচ্ছে নেই ।