তোমাকেও দিতে পারি কালোঘোড়া পিঠ
ব্যাঙের পায়ে বেঁধে রেখে এসো ময়না ।
এখনো স্বেচ্ছায় যারা সহমরনে যেতে চায়
তাদের জন্য রেখে দিয়েছি হাড়িভাঙ্গা আমের মুকুল,
আরো তিনটে কালবোশেখি পার হবার পর
সোনার থালায় উঠবে নবায়ন চাঁদ,
তারপর তুমি-আমি আবারও হবো টগবগিয়ে ঘোড়া...
আমাদের কবর খুঁড়ে খুঁড়ে হয়রাণ হোক নিমপাতা রস