দেহকে বলেছি, এবার কথা বলে উঠতে
পোড়াভাত কপালে যখন বয়ে চলেছে আগুন নদী...
সুতো ছাড়া মাজাতে তো আর কিছু নেই
তাই লাফ দেওয়ার আগে দেহের ভাষায়
আরো একবার খামচে ধরব
যৈবতি রাতের বোতামছেড়া বুক
জানো তো, এক ফুঁ-এ উড়িয়ে দিয়েছি লিয়াকত আলী,
জবান বন্ধ করোনা বলছি, জুতোর কালি,
আর কত দেখাবে কায়েদে আজম খেল ?
এ ভাষা কেজি দরে কেনা মুলো নয়;
নাড়িছেড়া ধন, আমার বাল্যপাঠ
অ আ ক খ-এ এখনো দেখি
রক্তে ভেজা ছালাম, রফিক, বরকতের মুখ...