কুয়োর জলে ঢিল ছুড়ে মারিনি
তবু তোমার হাতে উঠে এলো তেলের কুপি ।
বুকে দু'হাজার বছরের অন্ধকার নিয়ে
এখন মর্দন করছো কাঁচাবেল কাসুন্দি...
আমার নেই ফিরিঙ্গিরাজা চোখ
তবু চুলকিয়ে ঘা করা পছন্দ করিনা,
ওল ও কচু বনের শেয়াল যদি
পেয়ে যায় মুরগির ঘর, তাতে মন্দ কি ?
তাইবলে ডাবল-ডেকার ঘাড়ে ভাইভ স্টার মেনু
উফ্ ভাবা যায় না !
মদন-মোহন, তুইও মেলে দে চরণ...