১.
সবাই যখন ফেলে চলে যায়
তখন কালোজলে চোখ রেখে দেখি আকাশ-প্রদীপ...
আমার নিরানন্দ যত বৈকাল, সকালে যে পাপসে
পা মুছে ঘরের বাহির হয়েছিলাম, তার ঝুরঝুর ময়লা
মাথার ভেতর অহর্নিশ বয়ে বেড়াই...

আর বলোনা হৃদয় এক অথৈ সাগর, কারন
জমে থাকা সব ময়লা ও খড়কুটো সেও ভাসিয়ে নিতে পারে না ।

২.
বাঁশ দিয়েও ভাঙ্গা যায় না বিয়ারের ক্যান,
তোমার কি বুড়িগঙ্গার জলধোয়া মুখ ?
ধোলাই খালে এসো, পাঁচ মিনিটে ফিনিস

আমার যত করিমনে কাম ছাড়েনা মন
আয়নাবাজি বুঝেনা, শুধু মদনে ।