জানি তুমি কবিতা বোঝাোনা
বাঘের চোখ দেখলেই লাফিয়ে পড়ো খাঁচায়
তারপর সোনাভাত মুখে জমা হতে থাকে হরিণ নেশা...
কসকো শরীরে তোমার ইতিহাসের মেদ
চাবির গোছার ভারে ঘন্টি মাজা
ভুলে যায় সর্ষেফুলে মৌমাছি আলাপন
আর ততদিনে পরাজিত ঘোড়াটা
রাজপথ মাড়িয়ে হৃদয়ে তেপান্তর...
আকাশচোখে খুঁজে নেয় ছেঁড়াকাঁথা সুখ
আর একথা জানে কেবল রাস্তার ন্যাংটো পাগলীটা
তুমি তো কবিতা বুঝবেনা সোনা