গুড়ে মাছিবসা ভন্ড পীরের মতো
কিছু কুফরী কালামেও নাকি থাকে টেকসই সওয়াল,
এই যেমন ১০১ প্রকার গাছ-গাছড়ায় তৈরী
হাঁটুজলে কোমরজল সালসা নিয়ে এসে তুমি বলছো-
খাও ।
এক ডুবে পার করতে পারবে নির্ঝনঝাট জীবন...
অথচ আমি সোনা-দানা হীরে জহরত মণি মুক্তা নিয়ে
এই মুত্রঝরনা ফুটপাতে দাঁড়িয়ে ভাবছি আকাশ-পাতাল...
বুকের ব্যথার মতো আমার আয়ুরেখা,
পদ্মা পার হওয়ার আগেই যদি দিতে হয় আকাশ পাড়ি
তবে, কেন আর হ য ব র ল এর মতো এই সব বেঁচে থাকা ?