ঝড়ের মধ্যে দিয়ে পেরিয়ে যাই ডাহুকের গলি
তিনকোণা চোখে নারীবাদী ঘুম তোমার
এক পা, দু-পায়ে ব্রোঞ্জ, সিলভার, গোল্ডেন...
যখন স্টার জলসার মতো পরকীয়া প্রেমেও
রাতজাগা আসামী আমি, কোপা সামছু
কে নিয়েছে কেড়ে হিযাবসন্ধ্যার পিচটিভি সুখ ?
জানোনা, বিশ্বাসের নদী-জলে বুর্জোয়া দুর্গন্ধ ?
কুসুমদৌড়ে এখনো আছে বর্গির ভয় ।
শষ্যক্ষেত খুঁটে খুঁটে আমার যত টিনভর্তি আয়েশ,
হিজলের ছায়া পেলেই মাথা রাখি আকাশের কোলে ।