বড় হওয়ার মানে যদি হয়
একটা পাহাড় কেটে নদীর ধারা তৈরী করা
কিংবা মরুভূমির বুকে সবুজ ঘাসের আবাদ,
তাহলে অতিথি পাখির কাছ থেকে
আরো একবার জেনে নিতে হবে-
উড়াল দেওয়ার আগে বুকের হার্টবিট...
ঠ্যাং ভাঙ্গা পিঁপড়ে-নাচের অর্থ বুঝি,
যখন বেঁচে থাকার ক্ষুধাটা আরো তীব্র হয় ।
অামি বাইশ মন পাথর নিয়ে পাহাড়ে উঠব,
শুধু মুখের উপর গরম পানি ছুড়ে মেরোনা
জানোনা, বাসনারা জ্যোৎস্নাকে ভালবেসেই চাঁদে ওঠে ।