পথ কি দীর্ঘ ? গহীনের বাঁশি । উড়াল চাঁদের সাথে হেঁটে যায় ছায়া । কিছু কামরাঙাসুখ, এখনো ভালবাসে আলতা পায় । পাটখড়ি বিমানে ধুলা উড়িয়ে পালিয়ে যায় দুপুর । ঝপাৎ-জলে খেয়াজাল, টেনে আনে তবু শামুক-জীবন । দৃশ্যের পর দৃশ্যকল্প, নন্দিনী, হ্যাঁ শুধু নন্দিনীর পাথর কপালে আগুনের ফুলকি, বুকের ভেতর নোনা ধরা প্রাসাদের ইট; বলতে পারো, কে ডোবায় তামাক ক্ষেতে সূর্য ? অথচ দ্যাখো, আমি কোন দিনই তামাক চাষী ছিলাম না । বরাদ্দকৃত জমিতে ইচ্ছেমত ফসল ফলিয়েছি । সে হিসেবে আমাকে নিরীহ কৃষকই বলা যায় ।
কবিতাটি ৫৭৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ১৭/০১/২০১৭, ০৪:৫৯ মি: