খুব ছোট বেলায় একবার জাম গাছ থেকে পড়ে গিয়েছিলাম । তারপর থেকে আমার উপরে উঠার ভয় শুরু । চার তলার ছাদে রুবি ডেকেছিল, মসৃন সিঁড়ি বেয়ে উপরে উঠতে গিয়েও মাঝ পথে হঠাৎ পা কাঁপতে কাঁপতে ভয়ে নিচে নেমে এসেছিলাম । সেই আমারই একদিন ঠাঁই হলো তিন তলার চিলে কোঠাই । ওমা, দেখি রেশমার মত লাজুক মেয়েও দিব্যি উপরে উঠে আসতে পারে ! আমার আবার শুরু হলো ভয় পাওয়া এবং দৌড়ে নিচে নামতে গিয়ে এখনো সিঁড়ি-ভাংগা পা । জানিনা রুবি, রেশমা এতদিনে কতটা উপরে উঠেছে । তবে ভাংগা এই পা নিয়ে আমার আর উপরে উঠার সাহস হয়নি ।
কবিতাটি ৬১৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ১৬/০১/২০১৭, ০৫:৩৩ মি: