১.
প্রত্যাশার ঘাটে জল না ঢাললেও
কিছু শব্দ হঠাৎ কাব্যিক হয়ে উঠে,
তখন বিমানের নাট-বল্টুও খুলে দেয় দৌড়...

সবাই তো আর কালা জাহাঙ্গীর নয়
তবু বালতি মিজানের জল ভরা থাকে
যখন শীতলক্ষ্যার সেভেন মার্ডারও হয়ে যায় ভূঁয়া

নূর হোসেন, তুই কবে ফিরে আসবি !

২.
চোরা-গলি থেকে বের হয়ে দেখি
তোর শরীরেও মাংসের গন্ধ,
অথচ শ্যাম তখনো বাঁশি বাজাচ্ছে...

৩.
এটা হলো জঙ্গি বানানোর মেশিন
কাঁচামাল হিসেবে ছুরি, চাকু, রামদা
বোমা এবং কিছু ইসলামিক বই চাই

তারপর সারারাত বন্দুকযুদ্ধ উৎপাদন...
অথচ বন্দুকটাই যোগ করতে মনে নাই

যেটা কাঁচামালের মূল উপাদান