কিছু কান্না মেঘের কাছে পাঠিয়ে দেওয়া ভাল
দিগন্তের ওপারে গিয়ে বলুক-
আমি পাহাড়ের আড়ালে গিয়ে কাঁদতে চাই
বৃষ্টি, তুমি যত পারো ঝরে পড়ো...
সাগর এবং নদীর দূরত্ব যখন বাড়ছেই...
মাঝখানে বালি, চরাচর, নতুন বসতি
তার ছাড়া বুকে এত হাহাকার ভাল না
তবে পরাজয়েরও একটা ঠিকানা চাই
পোশাকটা না হয় আধুনিকই থাক