এখনো মাটির উপর পা দিয়ে
হাঁটতে পারেনা ন্যাংটা পুতু,
সদর রাস্তায় নাকি দুনিয়ার থুতু
খবরদার, দিবিনা কাতুকুতু !
বোনাস কবিতা:
শীত নেই, চারিদিকে কুয়াশার চাদর...
শিয়াল ডাকছে, কী সুন্দর সোনালী দিন !
মতির মায়ের ঘুম তো ভাঙ্গতেই চায়না
যখন হিমালয়ের শরীরও ঘেমে অস্থির !
থ্রি ইয়ার্স পা দানিতে ৪১-এর বায়না বাড়ছেই...
মানুষ চায় না, মাটি দে
আলজিভ নড়লেও কেন যে কপালের ভাঁজ যায় না !