দেয়ালে পিঠ লাগিয়ে ঘণ হয় কুয়াশা
সূর্যকে নির্মাণ করতে বসে চাঁদ
হাইওয়েতে উঠে আসে অদেখা ভূবন
গাড়ীর হেড-লাইট পার করে ফেলে আসা দিন...
কেউ কি পাড়ি দিতে পেরেছে অনন্ত কাল ?
হলুদ পাতারা ঝরে পড়ে বার বার...
কান্ডকে তবু দাঁড়িয়ে থাকতে হয়
শাখায় শাখায় ষড়ঋতু-সুখ নিয়ে...