না, বলবনা আকাশটা খুব বেশি নোংরা হয়ে গেছে
তবে কিছু ধুলোবালি জমেছে । জমবেই,
বৃষ্টির উপকার কিংবা অপকারের কথা নয়
মেঘ নেই, তাই মেঘের সাথে উড়তে পারছিনা
একটুখানি শীত মুড়ি দিয়ে রাস্তা পার হচ্ছি...
বিলবোর্ডে মাথা খারাপ করা সোয়েটার-সুন্দরী
বুকের নিচে শোভা পাচ্ছে দুটো সুগন্ধি গোলাপ
কেবল কাঁটাগুলো দেখা যাচ্ছেনা
বার বার মানবিক হতে যাওয়া পথশিশু চোখ,
ফার্মগেট গুলিস্তান কমলাপুর মগবাজার ঘুরে
ছাপান্ন হাজার বর্গমাইল শুনে, লাল-সবুজ বায়না
যখন জোনাকির পিছনে দৌড়ায় থার্টিফাস্ট নাইট...