হলুদ কার্ড:
ক্রিকেটে এখন হলুদ কার্ডও দেখানো যায়
উইকেটশূন্য বোলার আক্রোশে বল টেম্পারিং করলে;
আম্পায়ারকে কেনা যায় বলে এখনো শুনিনি ।
উপমাহীন:
তোর বুকে কোন উপমা নেই
অন্ধকারে বার বার হাবুডুবু খায় প্রতীকী ভাষা...
এত সহজে নগ্ন হতে পারিস জেনেও
আমি আদিম হতে পারিনা
একটা বোনাস কবিতা:
এই হলো মোল্লাবাড়ি,
মুরগিটা হাঁপিয়ে উঠেছে...
আসলে ওর উড়ার ক্ষমতাটাই এরকম;
ভুল হলো, প্রবাদটা দৌড়ানোর ছিল ।