এক.
পান্তাভাতে আঁচড় কাটে সকালের কুয়াশা
দুপুর হলেই বহদ্দার হাট...
কম্বল ঘাঁটলে কিছু বদনাও পাওয়া যায়
দুই.
তামাদি বিলের শকুনগুলো এখনো জীবিত
মরা নেই, পড়ে আছে মাথার খুলি
আকাশও লিখতে পারেনা ভাগ্য রেখা
তিন.
৫২ তলার মিটিং এ ৫৩-র ওয়াক থু
জিরাফের গলা বেয়ে উঠে যায় পতঙ্গ...
বানর নাচে গলাভাঙ্গা বায়ুত্যাগ