হরেক পদের খাবার মানে স্বাদের ভিন্নতা ।
ভাতের সাথে একটু ভর্তা ও ডাল দাও,
পেট ভরলে ক্ষুধাও নিবৃত্ত হবে
আদিম আমি
পাতার পোশাক খুলে ফেলেছি,
জরিন শেরওয়ানি পরে
হৃদয়টা নগ্ন করে, শরীর ঢেকে জেনেছি
সাগরে ডুব না দিয়েও পাওয়া যায় মানিক-রতন
এখন আমাকে স্বাদের ভিন্নতা নিতে দাও...