মাথার উপর দাঁড়িয়ে ছিল কবিতা
হঠাৎ বিমানের নাট-বল্টু খুলে দিলো দৌড়...
রিপোর্টঃ
এবারও সর্ষেফুলের চাষ ভাল হয়েছে । মধুওয়ালার গালের ভিতর থেকে শুপারিটা বের করতে হবে । মৌচাকে আপাতত ঢিল ছোড়া যাবেনা, কারন ইঞ্জিনিয়ারিং-এ আট বছরের অভিজ্ঞতা বলছে, ঢেউ টিনের কার্য ক্ষমতা আরো কমেছে । একটুখানি শিলাবৃষ্টি মানেই তছনছ ।
এখন নাট-বল্টুর হিসাব মিলানোটা জরুরী । তানাহলে একদিন আকাশটাও ভেংগে পড়তে পারে !