১.
এখানে বেতের চাষ হতো কিনা জানা নেই,
বেতের তৈরী কোন বাড়িও নেই
তবে একটা বেতবাড়িয়া স্কুল আছে

সহজ রাস্তায় না গিয়ে
ঐ স্কুলের সামনে দিয়ে কতবার যে গিয়েছি !

২.
অনেকগুলো পথ...
সবগুলোই অপরিপূর্ণ । পরিচর্যার পর বুঝা যাবে
কোন রাস্তাটা পরিনতির দিকে যায়...

৩.
ধর্ম আফিম নয়
তবে তারও একটা নেশা আছে

পানি তো সব সময় ভাটির দিকেই যায়...

আর মানুষ ?